প্রকল্পের নাম: ব্যাম্বো ব্যান্ডেলিং এর মাধ্যমে জামালপুর জেলার ইসলামপুর ও মেলান্দহ উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদ আলাইখাল ও যমুনা শাখা নদীর ভাঙ্গন রক্ষা প্রকল্প।
প্রকল্পের উদ্দেশ্য:
১) জামালপুর জেলার পুরাতন ব্রহ্মপুত্র নদ ও যমুনার শাখা নদী ভাঙ্গন রোধের মাধ্যমে প্রকল্প এলাকায় অবস্থিত ঘর-বাড়ি, রাস্তা-ঘাট, হাট-বাজার, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা/সম্পদ রক্ষা করা।
২) প্রকল্প এলাকার আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা।
৩) নাব্যতা বৃদ্ধির মাধ্যমে নদীর প্রবাহ স্বাভাবিক রাখা ও মূল চ্যানেলে পানির প্রবাহ বজায় রাখা।
প্রকল্পের ক্লায়েন্টের নাম ও প্রকল্পের অর্থায়নকারী সংস্থার নাম : নদী গবেষণা ইনস্টিটিউট ও জিওবি
বাস্তবায়নের মেয়াদ : জুলাই, ২০২২ হতে ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত
প্রাক্কলিত ব্যয় (টাকায়) : মোট প্রাক্কলন ৪৯২.৫০ লক্ষ টাকা ( রাজস্ব= ২৭.৫০ লক্ষ, মূলধন= ৪৬৫.০০ লক্ষ)
আরএডিপি বরাদ্দ : ১০০ লক্ষ টাকা
চলতি অর্থ বছরে অগ্রগতি: বাস্তব ৪৪% ও আর্থিক ২০%
ক্রমপুঞ্জিত অগ্রগতি: বাস্তব ৪৪%, আর্থিক ১০০ লক্ষ টাকা (২০%)
বর্তমান অবস্থা : ৮(আট)টি প্যাকেজ এর কার্যাদেশ প্রদান করা হয়েছে এবং মাঠ পর্যায়ে কাজ চলমান আছে।